Rose Roseবুভুক্ষু স্ব র্ণ ল তা Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:২৫:৪৮ সকাল



বুভুক্ষু স্ব র্ণ ল তা

Star Star Star Star Star

একদিন রাস্তার মোড়ে জটলা দেখে

ভীড় ঠেলে গিয়ে দেখি, বৃত্তের ভিতরে

সাপ আর সাঁপুড়ের খেলা।

সব ফাঁকিবাজি জেনেও অলস সময় পার করি,

পাবলিক কঠিন রোগের মহৌষধ কিনছে চেয়ে চেয়ে দেখি!

ফেরার সময় সাঁপুড়েকে ডেকে বলি-

'সাপের বিষ নামাতে পারো জানি

হৃদয়ের বিষ নামাতে শিখেছ কি?' Rose

.

.

সুর করে বেদেনীরা রাস্তার এক পাশ দিয়ে

কি যেন বলতে বলতে যায়।

বারান্দার গ্রীলের ফাঁক দিয়ে ওদেরকে দেখার আগেই

নজরে আসে ওদের লোভনীয় শরীর!

আমাকে দেখে চলা থামিয়ে একজন বলে-

'বাবু! দাঁতের পোকা থাকলে মারতে পারি।'

ওর হাসিতে নিজেও হেসে বুকে হাত রেখে দেখাই,

'ভীষণ কয়েকটা পোকার বাস এখানে!

মারতে পারবে যদি তবে এসো।'

আমার কথা শুনে সে পাশের জনের ওপর

হেসে গড়িয়ে পড়ে। ভাবখানা এমন যেন

বিরাট মজার কিছু বলে ফেলেছি। Rose

.

.

আর একদিন সভামঞ্চের ডায়াসে দাঁড়ানো এক নেতার

দেশকে বদলে দেবার অনলবর্ষী বক্তৃতা শুনে শুনে

চমকিত-মুগ্ধ ও শিহরিত হয়ে কাছে যাই।

জিজ্ঞেস করি, 'দেশকে বদলে দিতে চান

নিজেকে কতটুকু বদলাতে পেরেছেন শুনি?'

মুখের হাসি অমলিন রেখে দেবার প্র্যাকটিশটা ভালোই তার!

কিন্তু দৃষ্টির হিংস্রতায় যেন আমায় জানান দিলেন-

'মুর্খ! নেতারা কখনো বদলায় না

বদল করে শুধু ওপরের পোশাক আর দল।' Rose

.

.

নিজের হৃদয়ের বিষে লালিত কয়েকটি

ভীষণ পোকাদের সাথে করে খুঁজে ফিরি

একজন ওঝা... যে হৃদয়ের বিষ নামাতে জানে।

কিংবা বেদেনীদের ঐ দলটিকে যারা

মনের পোকাদের মারতে পারে।

অথবা আজন্ম একই পোশাকে থাকা সেই নেতাকে

যে আগে নিজেকে বদলে দেবার কথা বলে! Rose

.

.

কিছু ভয়ানক যন্ত্রণাকে ধারণ করে

আশাবাদী আমি পৌনঃপুনিক হেঁটে চলি

আশাহীন এক জটিল পথ ধরে।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

৯৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269078
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫২
আহ জীবন লিখেছেন : সবাই সব কিছু পারেনা। যে পারে সে রাস্তা দেখাইয়া দিয়েছে। হাঁটা শুধু আপনার আমার।
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৭
212854
মামুন লিখেছেন : ধন্যবাদ।
চলুন এক সাথে ঐ পথে হাঁটি!
শুভেচ্ছা রইলো সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
269080
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
বিন হারুন লিখেছেন : Thumbs Up এক কথায় অসাধারণ.
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৮
212855
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আমার ব্লগে স্বাগতম!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
269082
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৭
দ্য স্লেভ লিখেছেন : গল্পের মত করে পড়লাম। মর্ম আছে। ভাল লিখেছেন Happy
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১০
212856
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ভালো লাগল।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
269089
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পাবলিক কঠিন রোগের মহৌষধ কিনছে চেয়ে চেয়ে দেখি!
ফেরার সময় সাঁপুড়েকে ডেকে বলি-
'সাপের বিষ নামাতে পারো জানি
হৃদয়ের বিষ নামাতে শিখেছ কি?'


এক কথায় অসাধারণ! পুরো পর্বটাই গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে সাজানো। আমি বার বার পড়েছি। আমি বুঝতে পারছিনা এটাকে কবিতার মত পড়ব নাকি গদ্যের মত করে দেখব।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাহিত্য প্রতিভা ইর্ষণীয়!

এই পোষ্টিটি ষ্টিকি করা হউক।
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
212861
মামুন লিখেছেন : ধন্যবাদ টিপু ভাই!
এটি যেহেতু গদ্য কবিতা, আপনি গদ্যাকারেই পড়েন।
সুন্দর অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৩
213197
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

টিপুভাই যা বলেছেন
(আপনার সাহিত্য প্রতিভা ইর্ষণীয়!)
আমি আর কী বলি!!

পোস্টখানা স্টিকি হলেই যথার্থ হয়
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৫
213239
মামুন লিখেছেন :
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা।Happy Good Luck
269151
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মামুন ভাইয়া। অতীব গুরুত্বপূর্ণ এই লিখাটি পড়ে অভিভূত হয়ে পড়েছি। সুন্দর শব্দচয়ন ও প্রাণস্পর্শী বিষয়বস্তুর উপস্থাপনায় অনন্য একটি লিখার জন্য জাযাকাল্লাহ। লিখাটি স্ষ্টিকি করার অনুরোধ রইলো।
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
212911
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপু।
ধন্যবাদ, খুশী হলাম লেখাটি আপনার অনুভূতিকে নাড়া দিতে পেরেছে জেনে।
শুভেচ্ছা রইলো সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
269412
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৭
কাহাফ লিখেছেন :
ঘুমহীন মাথা টা যেন ক্যান-ক্যান করতেছে।
প্রবাস জীবনের উপরই রাগ ঝাড়তে হচ্ছে,মন্তব্য কী আর করবো..................!!!
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৬
213240
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ধৈর্য ধারণ করুন ভাই, সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।Happy Good Luck Good Luck
269754
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১২
বৃত্তের বাইরে লিখেছেন : অসাধারণ অভিব্যক্তি। গর্ব করার মত সাহিত্য প্রতিভা ভাইয়া আপনার। ভাল লাগল Good Luck Rose
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
213754
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে বোন।
সুন্দর মন্তব্যটি অনেক আনন্দ দিলো আমাকে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File